আপনার Phone-এ Taskbar বসিয়ে Phone-কে করে তুলুন আরও Gorgeous

আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক অসাধারণ Trick, যার মাধ্যমে আপনিও আপনার Phone-কে অনেক বেশি Smart বানাতে পারবেন। নিচের ছবির মতো একটি অসাধারণ Taskbar এনে আপনি আপনার Phone-কে সুন্দর করার পাশাপাশি অনেক কাজও দ্রুত করতে পারবেন। এই Taskbar-এ আপনি আনুমানিক ৫০-এর বেশি Option Add করতে পারবেন। আর আপনার Phone Root করা থাকলে তো সোনায় সোহাগা! এখানে Rooted User-দের জন্যেও প্রায় ১০-১৫ টার মতো Option আছে।
তো যাই হোক, এবার মূল কাজে আসি।

এর জন্য আপনার প্রয়োজন একটা খুব ছোটো Size-এর App (4.5 MB)। নিচের Download Link থেকে এটা Download করে নিন।

Download APK


এবার App টা Install করে Open করুন এবং নিচের ধাপগুলো পরপর অনুসরণ করুন:
তারপর নিচের মতো আসবে।
এবার নিচের ধাপ অনুসরণ করুন।
তাহলে আপনাকে Settings-এর একটা Page-এ নিয়ে যাওয়া হবে।
এবার Permission দিন।
OK করুন।
এবার Back Button Press করে App-এ ফিরে আসুন আর Option গুলো ঘাটাঘাটি করে নিজের মতো করে আপনার Taskbar সাজিয়ে নিন।
এখন আপনার যখনই দরকার পড়বে তখনই নিচ থেকে উপরের দিকে Swip করবেন আর Smart Taskbar-এর মজা নিবেন।

দেখুন-
ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।

Post a Comment

0 Comments